হ্যারি কেনের হ্যাটট্রিক

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোপের দ্বিতীয় সারির ক্লাবদের নিয়ে চালু প্রতিযোগিতার বাইরে আরও একটা নতুন টুর্নামেন্ট এই মৌসুম থেকেই চালু করেছে উয়েফা। যার নাম রাখা হয়েছে- ‘উয়েফা কনফারেন্স লিগ’। এটাকে ইউরোপের তৃতীয় শ্রেণির ক্লাব টুর্নামেন্ট বলে ভাবা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে এই প্রতিযোগিতায় ম্যাচ ছিল টটেনহাম হটস্পারের। সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তার পারফরম্যান্সে এনএস মুরাকে ৫-১ গোলে উড়িয়ে দিল টটেনহাম। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি এবং মাঠে নামার কুড়ি মিনিটের মধ্যে গোল তিন-তিনটি করেছেন।
তৃতীয় ফুটবলার হিসেবে উয়েফার আলাদা তিনটি টুর্নামেন্টে হ্যাটট্রিক করলেন কেন। চোট সামলে মাঠে ফেরার ম্যাচটিতে ঝড়ো হ্যাটট্রিকে যেন স্বরূপে ফেরার বার্তা দিলেন টটেনহাম অধিনায়ক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.