হোয়াইটওয়াশ লজ্জা বাঁচানোর ম্যাচে টস জিতে বোলিং ভারতের

বিটিসি স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও খোয়া গেছে। কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি ভারতের জন্য মান বাঁচানোর। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে সফরকারিদের।
টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করবে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১ রানে এবং দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে ভারত। আজ হারলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে সফরকারিরা।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিশাভ পান্ত, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জাসপ্রিত বুমরাহ, ইয়ুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), জানেমন মালান, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দেলো ফেহলুখায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, সিসান্দা মাগালা, লুঙ্গি এনগিদি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.