হৃদের তলদেশে মিলল হারানো বিমান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজের দুদিন পর আইসল্যান্ডের একটি হ্রদের তলদেশে খুঁজে পাওয়া গেছে ছোট একটি বিমান। সেসনা ১৭২ এন মডেলের এই পর্যটন-উড়োজাহাজ বৃহস্পতিবার পর্যটন সফরের জন্য রওয়ানা হয়। পরে এটি নিখোঁজ হয়।
স্থানীয় সময় শনিবার মানুষবিহীন সাবমেরিনের সাহায্যে উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা হয়।
হ্রদের তলদেশ থেকে উড়োজাহাজটি এখনো উপরে টেনে তোলা হয়নি এবং কোনো মরদেহও উদ্ধার করা যায়নি।
আইসল্যান্ডের কোস্টগার্ড কর্মকর্তারা বিমানটির অপর দুই নিখোঁজ পর্যটকের জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি।
তারা আরও জানিয়েছে, রাজধানী রেইকিয়াভিক থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে একটি হ্রদে বিমানটি বিধ্বস্ত হয়।
এতে পাইলটসহ যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের তিন পর্যটক ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.