হাসপাতালে পোপ ফ্রান্সিস

(হাসপাতালে পোপ ফ্রান্সিস–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস। সেখানে তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের সার্জারি করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী গতকাল রবিবার (০৪ জুলাই) বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নেন পোপ। বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন। সেখানে তার রোগের সার্জারি করা হবে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে ‘কোলন ডাইভারটিকুলাইটিস রোগে ভোগা মানুষের সংখ্যা অনেক। দেশটির প্রাপ্তবয়স্ক অর্ধেক মানুষ এই সমস্যায় ভোগেন।
এর আগে গতকাল রবিবার (০৪ জুলাই) আর্জেন্টাইন পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।
প্রসঙ্গত, ২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.