হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

(হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিন ইসরাইলের উত্তরাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর সতর্কতামূলক সাইরেনও শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) অতর্কিতভাবে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র দল হামাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোররাতে ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০ টি বিমান হামলা চালিয়েছে।

তারা বলেছে, গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরে রকেট হামলা চালানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.