হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত

(হামাসের রকেট হামলায় এক ইসরায়েলি নিহত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলীয় রামাত গান শহরে ৩০টি রকেট ছুঁড়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল শনিবার (১৫ মে) বিকেলে এ রকেটে হামলা চালানো হয়। এসময় এক ইসরায়েলি নিহত হয়।
গাজার শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত আট শিশু ও দুই মহিলা নিহত হওয়ার পর হামাস এই হামলা চালালো। আরব-ইসরায়েল শহর তাইবে এবং পশ্চিম তীরের রামাল্লাহ ও তুলকারেম শহরেও হামাস রকেট হামলা চালায়।

গত শুক্রবার রাত ও শনিবার সকালে হামাস বহু সংখ্যক রকেট ছোঁড়ে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিনে হামাস জোরালো হামলা চালায়। শক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সকাল সাতটা পর্যন্ত প্রায় ২০০ রকেট ছুঁড়েছে।

এদিকে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সেনারা বিস্ফোরক বোঝাই একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গাজা থেকে এ ড্রোন ইসরাইলে প্রবেশ করেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.