হামাসের কর্মকাণ্ড ফিলিস্তিনের মানসিকতা নয় : প্রেসিডেন্ট আব্বাস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, হামাস যা করে তা ফিলিস্তিনের মানুষের মানসিকতা নয়। রোববার (১৫ অক্টোবর) ফিলিস্তিনের সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওকে মর্যাদা দেয়। তারাই ফিলিস্তিনের মানুষের প্রতিনিধি, হামস নয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এসব মন্তব্য করেছন তিনি।
ডয়চে ভেলে বলছে, গাজা উপত্যকায় ক্ষমতার কেন্দ্রে হামাস। কিন্তু পিএলও’র সঙ্গে হামাসের সাপে-নেউলে সম্পর্ক। তবে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরেও পিএলও এই অবস্থান নেবে, তা অনেকেই ভাবেননি।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। সেই সঙ্গে ইসরায়েলি সীমানা ভেদ করে হাজারো হামাস যোদ্ধা অভিযান চালায়। হামাসের অভিযানে ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার।
হামাসের অভিযানের পর গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলের নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে আট হাজারের বেশি লোক, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.