হাবিপ্রবি আসছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আনা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরার( সিসি ) আওতায় । বিভিন্ন অনুষদের পাশাপাশি, একাডেমিক ভবন, হলের প্রবেশপথ, খেলার মাঠ, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, ডি বক্স, মীর রোড, টিএসসি, শহীদ মিনার, শিক্ষক ও কর্মকর্তাদের অাবাসিক এলাকা , বাস টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে এ সিসি ক্যামেরা।

সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ,বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এড়াতে, সর্বোপরি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করতে আমরা এমন উদ্যোগ হাতে নিয়েছি “।

অন্যদিকে প্লানিং, ডেভলপমেন্ট এ্যান্ড ওয়াক্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমান বলেন, “ আমরা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের মাধ্যমে জানতে পেরেছি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় সিসি ক্যামেরার আওতায় আনতে প্রায় ২৫০ টির মতো সিসি ক্যামেরা প্রয়োজন।

আমরা আশা করছি এই অর্থ বছরের মাঝেই এই প্রকল্প বাস্তবায়ন করতে পারব। আমরা সর্বাত্মক চেষ্টা করছি শিক্ষার্থীদের সার্বিক উন্নায়নে কাজ করার “।সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মোঃ হারুন বলেন, “ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সিসি টিভির আওতায় থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে। ফলে শিক্ষার্থীরা অবাধে সাংস্কৃতি চর্চা করতে পারবে এবং সর্বোপরি শিক্ষার মানোন্নয়ন ঘটবে “।

উল্লেখ্য: প্রায় দুই কোটি টাকা ব্যায় ধরা হয়েছে প্রকল্পটিতে। তবে প্রকল্পটি এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.