হাতীবান্ধায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে একজনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জ্বর, সর্দ্দি ও কাশিসহ মফিজুল ইসলাম (৩২) বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামের পারখা নবাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ ছাড়াও তিনি হাপানী রোগে আক্রান্ত ছিলেন তিনি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার নাঈম হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে করোনা আছে ছিল কি না তা পরীক্ষা করার সুযোগ হয়নি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মৃত ওই ব্যাক্তির করোনা আক্রান্তের উপসর্গ না থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি। তবে সে কোন বিদেশ ফেরত মানুষের সাথে মিশেনি। বাহিরেও যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.