হাতিয়ায় বন্দোবস্তকারী ভূমিহীনদের নিয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্দোবস্তকারী ভূমিহীনদের নিয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) সকালে হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বিজয় মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হাতিয়া ভূমিহীন কৃষক সমিতির সভাপতি মো. মাইন উদ্দিন লেলিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট মো. কেফায়েত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কে.এম. ওবায়েদ উল্যাহ বিপ্লব, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন মুহিন, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মো. শাহজাহান, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি মো. আবু তাহের, এডভোকেট ফজলুল আজীম তুহিন, উপজেলা কৃষক সমিতির কোষাধ্যক্ষ মো. রাশেদ হাসান, উপজেলা কৃষক সমিতির সদস্য মো. মফিজ উদ্দিন।
এছাড়াও উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃষক সমাবেশে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে কৃষকদের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। এবং ভূমিহীন কৃষকগণ বন্দোবস্ত জমি পাওয়ার পরেও এখনো তারা ঐ জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত রয়েছে। শনিবার হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আলীর নেতৃত্বে আমাদের দীর্ঘ দিনের আশা পূরণ হতে চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.