হাজারো পর্যটকে মুখর সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি: ঈদের দ্বিতীয় দিনে দেশি-বিদেশি হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। লেম্বুর বন থেকে চর গঙ্গামতি পর্যন্ত সমুদ্র সৈকতের বেলাভূমিতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার (১২ এপ্রিল) সৈকতে গিয়ে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউয়ে সাঁতার কেটে মিতালীতে মেতেছেন। অনেকে বন্ধুদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতেছেন। অনেকে আবার ঘোড়া বা মোটরবাইকে চড়ে সৈকতের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে ঘুরে দেখছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটনকেন্দ্রের দোকানগুলোতে বেড়েছে বিক্রি।
হোটেল-মোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বিটিসি নিউজকে জানান, কুয়াকাটার বেশির ভাগ হোটেল বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. খালেক বিটিসি নিউজকে বলেন, ‘পদ্মা সেতু চালুর পর এবারই কুয়াকাটায় ব্যাপক পর্যটক আগমনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা বিভিন্ন পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশা করছি, পর্যটকরা তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন। সমুদ্র সৈকত কুয়াকাটায় ছোট-বড় মিলে দুই শতাধিক হোটেল মোটেল রয়েছে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.