হাওড় ও চলনবিলে ১৩০০ শ্রমিক পাঠালো জেলা পুলিশ

নাটোর প্রতিনিধি: সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও চলনবিল অঞ্চলে বোরো ধান কাটার জন্য নাটোর থেকে ১৩শ’ শ্রমিক পাঠালো জেলা পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার তত্ত্বাবধানে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে শ্রমিকদের সংগ্রহ করে পুলিশের খরচে দুপুরের খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বাস যোগে তাদের পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট জেলায়।

এর আগে প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দ্বারা পরীক্ষা করা হয়। ধান কাটা শেষে প্রত্যেক শ্রমিককে ফিরিয়ে আসা হবে বলে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান নাটোরের পুলিশ সুপার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.