হাওরে ঘুরতে গিয়ে অন্ধকারে পথ হারিয়ে ৯৯৯ নম্বরে ফোন, শতাধিক পর্যটক উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে অন্ধকারে মেঘনা নদীতে পথ হারায় শতাধিক পর্যটক। পরে তারা ৯৯৯- নম্বরে কল করে। কল পেয়ে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন নৌ-পুলিশ সদস্যরা।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ৪৫টি মোটরসাইকেলে গাজীপুরে শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১০৭ জন পুরুষ কিশোরগঞ্জ হাওর ভ্রমণে আসেন। বাজিতপুর পাটুলিঘাটে মোটরসাইকেল রেখে নৌকায় তারা অষ্টগ্রাম হাওরে ভ্রমণে যান।
সারা দিন হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিনচালিত বড় নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফিরছিলেন তারা। পথে রাত হয়ে যাওয়ায় মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন। পরে নৌকার যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।
নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া বিটিসি নিউজকে বলেন, ‘৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুতই আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় শতাধিক পর্যটক ছিল। তাদের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.