হলুদ সাংবাদিক রোধে আদমদীঘি প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: তথা কথিত হলুদ ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য রোধে তাদের চিহিৃত করে ব্যবস্থা গ্রহনের দাবীতে বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৯ আগস্ট) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দৈনিক জনতার বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক ভোরের ডাকের গোলাম মোস্তফা, যায়যায় দিনের খন্দকার মেহেদী হাসান, ভোরের কাগজের মনজুরুল ইসলাম, খোলা কাগজের আবু মুত্তালিব মতি, দুরন্ত সংবাদের মিজানুর রহমান, মানবজমিনের ইউসুফ আলী, মুক্তবার্তার এরশাদ আলী প্রমুখ।
সভায় বক্তাগন আদমদীঘি উপজেলা এলাকায় একশ্রেনির হলুদ ও ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য রোধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট আহবান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.