হবিগঞ্জে স্কুল পরিদর্শনে শিক্ষা অধিদপ্তরের ডিজি


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি এ স্কুলে যান।   এসময় শ্রেণিকক্ষ, লাইব্রেরি, সাইন্সল্যাব, উন্নত স্যানিটেশন, বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় কার্যক্রম পরিদর্শন করেন। তিনি স্কুলের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরের সিলেটের বিভাগের পরিচালক হারুনুর রশিদ, সিলেট বিভাগের ফিল্ড অফিস ইউনিসেফের এডুকেশন অফিসার তানিয়া লাইজু সুমি, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেল আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মারজিয়া খানম,  প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল, সহকারি প্রধান শিক্ষক মোস্তাক তরফদার মাসুম, সহকারি শিক্ষক সমীরণ চক্রবর্তী, নজুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আব্দুল মতিন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.