হবিগঞ্জে ধাপে ধাপে বাড়ছে ভোজ্যতেলের দাম 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: কয়েক সপ্তাহ ধরে হবিগঞ্জে ভোজ্যতেলের দাম বেড়েছে। এ সপ্তাহেও আরেক দফা বাড়ানো হয়েছে। প্রতি লিটার খোলা সয়াবিন তেল খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৩০-১৪০ টাকা। যা গত সপ্তাহে বিক্রি হয়েছ ৯৫-১০০ টাকা। পাশাপাশি পাম অয়েল ও বোতলজাত সয়াবিনের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) এসব পণ্যেও ঠিক মতো পাওয়া গেলো শুধুমাত্র তেল বিক্রি করে না তারা। তেলের সাথে পেয়াজ, ডালসহ অন্য পণ্য কিনতে হচ্ছে। গতকাল সরেজমিনে শহরের শায়েস্তানগর, সিনেমা হল, চৌধুরী বাজার, বগলা বাজার, কোর্ট স্টেশনসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবখানেই তেলের দাম বেশি রাখা হচ্ছে।
ব্যবসায়ীরা বিটিসি নিউজকে বলেন, ‘পাইকারি খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম ব্যবসায়ীরা দফায় দফায় বাড়াচ্ছে। এ কারণে খুচরা পর্যায়ে বেশি দরেই বিক্রি করতে হচ্ছে। এছাড়া বোতলজাত তেল কোম্পানীগুলোও প্রতি সপ্তাহে নতুন রেট দিচ্ছে। ফলে বোতলজাত সয়াবিনের দামও বেড়েছে। একই বাজারে নিত্যপণ্য কিনতে আসা তৌফিক আপন, ওয়াহিদ মিয়া বলেন,‘ প্রতি সপ্তাহে ভোজ্যতেলের দাম বাড়ছে- এটা কেমন কথা?
বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। দোকানে থরে থরে সাজানো একাধিক কোম্পানীর ভোজ্যতেলের বোতল। পাশাপাশি খোলা তেলেরও সরবরাহ পর্যাপ্ত। এরপরও বিক্রেতারা প্রতি সপ্তাহে বাড়তি দরে তেল বিক্রি করছেন। আর আমাদেরও বাড়তি দরে কিনতে হচ্ছে। বাজার তদারকি সংস্থা এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.