হবিগঞ্জে তৃতীয় দিনে পুরোনো খোয়াই নদী থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জে তৃতীয়  দিনে আজ বুধবার পুরোনো খোয়াই নদীতে নির্মাণ করা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা।

উচ্ছেদকৃতদের অনেকেই নিজেরাই নিজেদের স্থাপনা ভেঙ্গে ফেলছেন। এদিকে উচ্ছেদের ঘটনায় শহরবাসীর মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। শহরের শত শত মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে দিনভর এ উচ্ছেদ দেখছেন।
অপরদিকে বিভিন্ন এলাকার অবৈধ দখলকারীদেরও কেউ কেউ গিয়ে আগ্রহ নিয়ে এ কার্যক্রম দেখছেন। তারা এখনও আশায় রয়েছেন হয়তো শেষ পর্যন্ত এ উচ্ছেদ না-ও চলতে পারে। হয়তো তারা পার পেয়ে যেতে পারেন।
অনেকে আবার বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেও কোন কূলকিনারা করতে পারেননি। আদালতে গিয়েও খুব সুবিধা করতে পারেননি।

অবশ্য এ বিষয়ে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঘোষণা দিয়েছেন কাউকে ছাড় দেয়া হবেনা। পুরোনো খোয়াই নদীর এক ইঞ্চি ভূমি অবৈধ দখলে থাকা পর্যন্ত অভিযান চলবে।

জানা গেছে, হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া খোয়াই নদী এক সময় জেলা শহরের দুঃখের অন্যতম কারণ ছিল। নদীতে সামান্য পানি এলেই ভেসে যেতো পুরো শহর। ডুবে যেতো মানুষের বাড়িঘর। আবার বড় বড় নৌকাও চলতো এ নদী দিয়ে।

শহরবাসীর এ দুঃখ লাঘবের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দুই দফায় ৫ কিলোমিটার এলাকা নদীর গতিপথ পরিবর্তন করা হয়। আর তখন থেকেই দফায় দফায় নদীটি দখল শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নদীটি দখলমুক্ত করার দাবিতে শহরবাসী বিভিন্ন সময় আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। কয়েকবার শুধু নদীর সীমানা নির্ধারণের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। মাঝে মাঝে শুধু দু’য়েকটি স্থাপনা উচ্ছেদ হয়েছে। কিছুদিন যেতে না যেতেই সেখানে আবার অন্যদল এসে দখল করে নিয়েছে।
বিশাল স্থাপনা নির্মাণ করে কেউ বসবাস করছে, কেউ ভাড়া গুনছে, আবার কেউ তা বিক্রি করে দিয়েছে। অবশেষে জেলা প্রশাসন শহরবাসীর দীর্ঘদিনের দাবি খোয়াই নদীটি উদ্ধারে উদ্যোগ নেয়।
পরিকল্পনা অনুযায়ী গত সোমবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.