হঠাৎ অন্ধকারে ডুবে গেলো পাকিস্তান’র একের পর এক শহর

(হঠাৎ অন্ধকারে ডুবে গেলো পাকিস্তান’র একের পর এক শহর–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিদ্যুৎ বিভ্রাটের কারণে হঠাৎই অন্ধকারে ডুবে গেলো পাকিস্তানের একের পর এক শহর। গতকাল শনিবার (০৯ জানুয়ারী) মাঝরাতের কিছু আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যার কারণেই এই বিভ্রাট হয়েছে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইট বার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে গোটা পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।’
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান টুইট বার্তায় জানিয়েছেন, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে ফ্রিকোয়েন্সি এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে। কেন এমনটা ঘটল তা ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার জন্যও অনুরোধ করেন।
বিভ্রাটের কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরও। বেশ কিছু মোবাইল ও ইন্টারেনেট পরিষেবার ওপরেও পড়েছে প্রভাব। করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয় বিভ্রাটের কারণে।
সরকারের সমালোচনা করে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ১৯৯৯ সালে শেষ বার যখন দেশে বড়সড় ব্ল্যাকআউট হয়েছিল, সেই সময়ের কথা তুলে ধরেন। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সে সময় পারভেজ মোশাররফ গ্রেফতার করেছিলেন। সেই সময় পাকিস্তানে সামরিক শাসনও জারি হয়েছিল।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যুৎ পরিষেবা ফিরছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.