সড়ক সম্প্রসারণে নাটোর শহরে চলছে উচ্ছেদ অভিযান


নাটোর প্রতিনিধি: নাটোর শহরের প্রধান সড়ক সম্প্রসারণের জন্য ভেঙ্গে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, নাটোর শহরের অভ্যন্তরে চলমান উন্নয়ন ও সড়ক সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশে অধিগ্রহণ এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
সকাল থেকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে নাটোর প্রেসক্লাব ছাড়াও শহরের শত বছরের পুরাতন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। তিনদিন ব্যাপী এ অভিযান চলবে বলে জানান তিনি নির্বাহী প্রকৌশলী।
৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ শুরু হয় ২০১৭ সালে।মামলা সহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল এ কাজ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.