স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি স্মার্ট গভর্নমেন্ট : সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হলো স্মার্ট গভর্নমেন্ট।’
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
পরে মন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজএর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.