স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে বাগেরহাটে শীর্ষক পুতুল নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট এর আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ টায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে আকর্ষনীয় পুতুল নাচের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে শীর্ষক পুতুল নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এসি লাহা মিলনায়তনে সন্ধ্যায় এক পুতুল নাট্য প্রদর্শনী আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহম্মদ আজিজুর রহমান প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি বাগেরহাট. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার মোহাম্মদ রিজাউল করিম অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) বাগেরহাট.মোঃ রফিকুল ইসলাম জেলা কালচারাল অফিসার শিল্পকলা একাডেমী বাগেরহাট. নুর ই আলম সিদ্দিকী আর, ডিসি, বাগেরহাট. রবীন্দ্রনাথ মুখার্জি, শেখ আজমল হোসেন,জোসনা দেবনাথ সাস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ সহ আরো অনেকে,শীর্ষক পুতুল নাট্য প্রদর্শনী দেখা জন্য হলরুম পরিপূর্ণ ছিল লোকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.