স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের প্রথম স্থান অর্জনকারী ১০৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি (সোমবার) কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, মমতাজউদ্দিন স্বর্ণপদক, ডা. এ কে খান স্বর্ণপদক এ তিন ক্যাটাগরিতে ১০৩ শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আরও বলেন, স্বর্ণপদক তুলে দেয়ার আগে এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামকে আধুনিকায়ন করতে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন, টাইলস, প্রায় দুই হাজারেরও অধিক আসনসহ থাকছে আধুনিক সোফা ও ওয়াশরুমের ব্যবস্থা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.