স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে এনআইডি সেবায় জটিলতা থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশ্বস্ত করে বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরী হবে না। বরং এনআইডি সেবা এখন যথাস্থানে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার ( ২৩ জুন) দুপুরে রাজধানীর পুরাতন কারাগার (নাজিম উদ্দিন রোডে) কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, এনআইডি নিয়ে যেসব কথা হচ্ছে তা অবান্তর। আমরা জেনে বুঝেই এনআইডি সেবাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনছি। এখানে সবার মতামত রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শও নেয়া হয়েছে।
টিক টক বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ছেলেমেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিক টক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। না পারলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সিদ্ধান্তের বিপক্ষে খোদ নির্বাচন কমিশনও (ইসি)। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এক অনুষ্ঠানে এমন বক্তব্য দিচ্ছেন প্রায় একই সময় অন্যদিকে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট (ইটিআই) ভবনে আরেক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে গেলে নির্বাচন কমিশনের (ইসি) অসুবিধা হবে।
এনআইডি সেবা সরকারের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এমন নয় উল্লেখ করে সিইসি বলেন, এটি টেবিল-চেয়ার নয় যে উঠিয়ে নিয়ে গেলাম, এটা নিয়ে আলোচনায় বসতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.