স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি বৈঠক করবে আজ

 

বিটিসি নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। শায়রুল কবির বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ জনসভার অনুমতির বিষয়ে আলাপ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন, ‘তাঁরা (বিএনপির নেতারা) আসতে চেয়েছেন আমি বলেছি, আসুন।’ বেলা ১১টার দিকে সচিবালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে তিন দফায় গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চ জনসভা করতে চেয়েও অনুমতি পায়নি দলটি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিএনপির নেতারা কী নিয়ে কথা বলবেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না । বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.