স্থানিয় বেসরকারী খাতের সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গের সাথে বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সমন্বয় সভা

বাগেরহাট প্রতিনিধি: স্থানিয় বেসরকারী খাতের সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গের সাথে বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুষ্টি উন্নয়নে অংশ গ্রহন মূলক সমন্বিত প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলনকক্ষে বিভিন্ন পেশার ও শ্যেণীর লোকদের সাথে চেম্বার অব কমার্স ও পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির যৌথ পরিকল্পনা ও স্থানিয় বেসরকারী খাতের সংশ্লিষ্ঠ ব্যাক্তিদের করনিয় বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদা আক্তার বানু লুচি।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ টংকারেরর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোজাফ্ফর হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, মুখার্জী রবিন্দ্রনাথ, বাজার ব্যাবসাই কমিটির সভাপতি সরদার ফকরুল আলম সাহেব, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল কবির খান, মৎস্য আড়তদার ব্যবসাই সমিতির সভাপতি এস এম আবেদ আলী, স্বদেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, মাহাবুবা রহমান পিয়া, প্রকল্প সমন্বয় কারী খালেদা হোসেন মুন, জেলা মবিলাইজার (সিএসও) শরিফুল বাসারসহ সভায় বাগেরহাট জেলার ৪টি উপজেলায় পুষ্ঠি উন্নয়নে কর্মরত বিভিন্ন পেশার ও শ্রেণীর ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.