স্ত্রীর জন্য নৌকায় ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক

খুলনা ব্যুরো: গতকাল রোববার সন্ধ্যায় মোংলায় কমিশনার শফিউল্লাহ সড়কে পৌর ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য স্ত্রী হাবিবুন নাহারের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক

তালুকদার আবদুল খালেক বলেছেন, শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলে মোংলা বন্দর হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর। ‘বিগত বিএনপি-জামায়াত জোটের আমল ও বর্তমান আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের শাসনামলের উন্নয়নের কথা চিন্তাভাবনা ও বিবেচনা করেই আপনারা সবাই দল-মত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে নির্বাচিত করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল।’

নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই এভাবে অনুষ্ঠান করে ভোট চাওয়ায় মেয়র খালেক নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। খালেকের স্ত্রী হাবিবুন নাহার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবদুস সালাম ও সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, ব্যবসায়ী নেতা মো. জালাল পাটোয়ারী, সেলিম হোসেন, বাহাদুর মিয়া, বেল্লাল হোসেন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.