স্টেডিয়ামে হচ্ছে করোনা টেস্ট : নেগেটিভ হলেই মিলছে খেলা দেখার সুযোগ

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোভিড-১৯ টেস্টের ফলাফল আসছে ১৫ মিনিটেই। রেজাল্ট নেগেটিভ আসলে দর্শকরা টিকিট কেটে প্রবেশ করছেন স্টেডিয়ামে, উপভোগ করছেন প্রিয় দলের খেলা।
কাতারে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে, এভাবেই দর্শকদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। র‌্যাপিড টেস্টে সময় কম লাগছে। তাই দর্শকরাও এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন।
করোনায় অবরুদ্ধ ছিলো বিশ্ব ক্রীড়াঙ্গন।  সেই স্থবিরতা ধীরে ধীরে কাটলেও, প্রানহীন স্টেডিয়ামগুলো। খেলা হচ্ছে দর্শকশূণ্য গ্যালারিতে। কিছু দেশে অবশ্য নিয়ম মেনে মাঠে দর্শক প্রবেশের ব্যবস্থা আছে। কাতারে চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ।  সেখানেও দর্শকরা মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে তার আগে করতে হচ্ছে করোনা পরীক্ষা।
যদিও সেখানে নেই কোনো দীর্ঘসূত্রিতা।  প্রক্রিয়াটা অনেকটা টিকিট কাটার মতই সহজ। কাতারের দুটি স্টেডিয়ামে হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের খেলা। কোনো দর্শক খেলা দেখতে চাইলে প্রথমে অনলাইনে টিকিট বুকিং দিয়ে, পরিশোধ করতে হবে সামান্য কিছু অর্থ।
এরপর ম্যাচ শুরুর আগে ভেন্যুতে গিয়ে সেই দর্শককে করতে হচ্ছে করোনা সনাক্তের র‌্যাপিড পিসিআর টেস্ট। যার ফল আসলে ১৫ মিনিটের মধ্যেই। ফলাফল নেগেটিভ আসলেই ম্যাচের টিকিট হাতে মাঠে প্রবেশ করতে পারছেন সমর্থকরা।
ফিফা ক্লাব বিশ্বকাপের আগে এমির কাপের ফাইনালেও একই প্রক্রিয়ায় মাঠে দর্শক প্রবেশের সুযোগ করে দেয় আয়োজকরা। প্রক্রিয়াটি সহজ ও সফল হওয়ায়, ফিফাও এই পদ্ধতি গ্রহণ করেছে। প্রক্রিয়া খুব একটা জটিল না হওয়ায় দর্শকরাও সন্তুষ্ট।
ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ। আগামী সোমবার স্বাগতিক ক্লাব আল আহলি সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.