সৌদি আরবে ৩৭ নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কসৌদি আরবে ৩৭ নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। আদালতের রায়ের প্রেক্ষিতে আজ মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

চলতি বছরেই দেশটি এ দিয়ে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.