সোনারগাঁয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ডাকাতির প্রস্তুতির সময় উপজেলার পূর্বভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি, সোহেল, শহিদুল ইসলাম, আল আমিন, ইসমাইল ও সুজয় দে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ড্যান্স একাডেমির আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
লেফটেনেন্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ব্যক্তি ট্রাকে করে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের পিছু নেয়। পূর্বভবনাথপুর এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে স্বীকার করে।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.