সোনারগাঁও স্টিল মিলে দগ্ধ শ্রমিকের মধ্যে ২ জনের মৃত্যু

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণঞ্জের সোনারগাঁওয়ের বৈরিবাড়ি এলাকায় মোন্তাহার স্টিল মিলের দগ্ধ শ্রমিকদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন মাসুম মিয়া ও নয়ন মিয়া।

গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অার নিহত নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। তারা দুজনেই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

দগ্ধরা হলেন- শ্রমিক রূপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মন্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।

মোন্তাহার স্টিল মিলের শ্রমিক আবু রায়হান বিটিসি নিউজকে বলেন, গতকাল দুপুরে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১৩ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.