সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চলছে : যুক্তরাজ্য

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস্কের রাজপথে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে, এই লড়াইয়ে বিপুল সংখ্যক হতাহত হতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সেভেরোডনেস্কের রাজপথে তীব্র লড়াই চললেও রুশ বাহিনী শহরটির দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি।
ব্রিটিশ পর্যালোচনায় আরও বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে আর্টিলারি এবং বিমান সক্ষমতা দিয়ে ব্যাপক গুলি চালাচ্ছে রাশিয়া।
যুক্তরাজ্য বলেছে, রাশিয়া আরও সুনির্দিষ্ট আধুনিক ক্ষেপণাস্ত্রের অভাব বোধ করছে এবং ইউক্রেনের স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ভারী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আশ্রয় নিচ্ছে। এগুলো মূলত পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করে বিমানবাহী রণতরী ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে।
উল্লেখ্য, প্রচলিত ওয়ারহেড যখন স্থল আক্রমণে ব্যবহার করা হয় তখন সেগুলো মারাত্মক ভুল এবং উল্লেখযোগ্য ক্ষতি এবং বেসামরিক হতাহতের কারণ হতে পারে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.