সেনাবাহিনীর সহায়তা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকত্ব আইন নিয়ে দেশটির রাজধানীতে ভয়াবহ সংঘর্ষ চলছে। কোনোভাবেই এ সংঘর্ষ থামানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। এছাড়া বহু সংখ্যক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এদিকে সংঘর্ষ থামাতে ভারতীয় সেনাবাহিনী চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) এক টুইট বার্তায় তিনি লিখেন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে সংঘর্ষ নিয়ন্ত্রণে। কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। প্রয়োজন হলে কারফিউ জারি করা যেতে পারে।

কেজরিওয়াল আরও জানান, একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি অবিহিত িকরা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের শুরুর দিন থেকেই রাজধানী নয়াদিল্লি উত্তপ্ত হয়ে ওঠে। রাজপথগুলো পরিণত হয় রণক্ষেত্রে। এখন পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় ২০ জন নিহতের খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.