সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা

বিজিবি প্রতিবেদক: আজ রবিবার (০৯ ফেব্রুয়ারী) ২০২০ তারিখ দুপুর ১.৩০ ঘটিকা হতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিপিএম, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খরচাকা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার গহমাবোনা মাদ্রাসা মাঠে স্থানীয় গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ শেষে উক্ত মাদ্রাসা মাঠে সেক্টর কমান্ডারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অবৈধভাবে সীমান্ত পারাপারের ফলে অনাকাঙ্খিত ঘটনার পরিনতি এবং এ বিষয়ে সীমান্তে বসবাসকারী জনসাধারণের করণীয়, বাংলাদেশী রাখাল কর্তৃক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গবাদিপশু চরানো, অস্ত্র ও মাদক চোরাচালান, মাদক সেবনের কুফল, পুশইন প্রতিহত এবং নদী পথে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে মাছ না ধরার বিষয়ে প্রেষণা প্রদান করা হয়। এ সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক এবং কোয়ার্টার মাষ্টার উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০০-৩৫০ জন উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরকঃ ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি. অধিনায়ক, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.