সুবর্ণচরে ৭ দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “কর্ম প্রত্যাশী যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাত দিন ব্যাপী পারিবারিক হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌস এবং উদ্বোধন শেষে প্রশিক্ষণার্থীদেকে প্রশিক্ষণ দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক মোঃ সাইফুল আজম ও সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান এবং সবুজ বাংলাদেশ সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল।
উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে ১ জন যুব ও ২৯ জন নারী’সহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক মোঃ সাইফুল আজম জানান, ১জন যুব ও ২৯ জন নারী’সহ মোট ৩০ প্রশিক্ষণার্থীদের নিয়ে পারিবারিক হাঁস-মুরগী পালনের উপর ৭ দিন ব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হয়। এবং আগামী ২৮ নভেম্বর রবিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সকল প্রশিক্ষণার্থীকে ভাতা ও সনদ প্রদান’সহ উক্ত কোর্স সম্পন্ন হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.