সুবর্ণচরে সবজি বাজারজাত করণে কৃষাণীদের মাঝে বিনামূল্যে ভ্যান বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কমপেটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের আওতায় মহিলা কৃষক গ্রুপের মাঝে সাতটি থ্রী হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে এ ভ্যান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. কামাল উদ্দিন এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষাণী সহ অন্যান্যরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি কৃষক গ্রুপের ২৫ জন সদস্য তাদের উৎপাদিত সবজি বাজার জাত করণের উদ্দেশ্যে সহজেই পরিবহণ করতে পারে তার জন্য এই ভ্যান বিতরণ করা হয়। বিতরণের সময় কৃষক গ্রুপ ও উপজেলা কৃষি অফিসের সাথে ৩০০/- নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হয়।
উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বিতরণকৃত ভ্যান দ্বারা নারী কৃষক দল সমূহ তাদের উৎপাদিত সবজি ও পণ্য সমূহ সহজে বাজারজাত করতে পারবেন এবং তারা ফসলের ন্যয্য মূল্য পাবেন।
এছাড়াও তিনি আরো বলেন, ভ্যানটি জরুরী অবস্থা ছাড়া ব্যাক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। তবে গর্ভবতী মহিলাদেরকে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক পৌঁছে দেয়া যাবে। কিন্তু অতিরিক্ত আয় উপার্জনের উদ্দেশ্যে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.