সুবর্ণচরে মানবাধিকার সংগঠন স্কফ’র কর্মী পরিচিতি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে মানবাধিকার সংগঠন অপরাধ দমনে মানবাধিকার সংস্থা (স্কফ) এর কর্মী পরিচিতি, আলোচনা সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মে) দুপুরে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের পূর্ব চরজব্বার গ্রামের একটি মিলনায়তনে মধ্যাহ্নভোজের পরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কফ সুবর্ণচর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এসএম সামসুজ্জোহা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ও চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মো. ছায়েদুল হক ভূঁইয়া, বেসরকারি সংস্থার উপমার নির্বাহী পরিচালক মোঃ রফিক উল্যাহ, স্থানিয় চরজব্বার ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আবদুল মালেক, বাংলাদেশ প্রেসক্লাবে নোয়াখালী জেলা শাখার আহবায়ক মো. কামাল চৌধুরী, স্কফের সদস্য বেলাল হোসেন মাসুদ ও আবদুল্যাহ নয়ন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, এনজিও কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে মানবাধিকার সংগঠন স্কফ’র অফিস উদ্বোধন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.