সুবর্ণচরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ারহাট এলাকা থেকে ৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
আজ রবিবার (২০ নভেম্বর) সকালে ভূইয়ারহাট কলোনি রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বদিউল আলমের ছেলে রফিক (৩৮), মৃত আবদুর শুক্কুরের স্ত্রী সেতারা বেগম (৫০) ও আবদুল করিমের ছেলে নূর কবির (২৫)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভূঁইয়ার হাট কলোনি রাস্তার মাথায় অভিযান চালায় পুলিশ। এসময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা এক নারী ও দুই পুরুষকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত রোহিঙ্গারা বিভিন্ন সময় কক্সবাজার থেকে ইয়াবা এনে স্থানীয় কারবারিদের সহযোগিতায় নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানান ওসি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.