সুবর্ণচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদাম বীজ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও চীনাবাদামের বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, ২০২১-২২ অর্থ বছরে সুবর্ণচরে রবি মৌসুমে সমগ্র উপজেলার ১০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি চীনাবাদাম বীজ, ১৫ কেজি ডিএপি সার, ০৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়াও তিনি আরো বলেন, এই সাথে ২০০ জন কৃষকের মাঝে ভূট্রা ও ৫০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.