সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের ১০ বছরের পূর্তি উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: “স্বচ্ছ নির্মল নিরক্ষর মুক্ত সমাজ চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “আশার আলো সমাজ কল্যাণ সংগঠন” এর ১০ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছিয়া গ্রামে হাজী হানিফ মিয়া জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর সঞ্চালনায় সভাপতি সাইফুল ইসলাম রাব্বুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক কামাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ রোকসানা কামাল চৌধুরী, হাজী হানিফ মিয়া জামে মসজিদের সভাপতি আবুল কাশেম মিয়া, অত্র মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।
কয়েক ধাপে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। এছাড়াও নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের অন্যান্য সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল চৌধুরী বলেন, ‘গাছ শুধু আর্থিক ভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদীভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।’
এ সময় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল বলেন, দীর্ঘ ১০ বছরে সংগঠনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বাল্য বিবাহ প্রতিরোধ, জুয়া খেলা প্রতিরোধ, করোনা মহামারীর সময় ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.