সুন্দরবনে থামছে না হরিণ শিকার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে থামছে না হরিণ শিকার। গত তিন দিনে হরিণের ৪টি মাথাসহ ১০৯ কেজি মাংসসহ মোট ৫ জন চোরা শিকারীকে আটক হয়েছে।
গতকাল সোমবার (০১ ফেব্রুয়ারী) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া সেতুর কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটক দুই চোরা শিকারী হলেন: বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২)। আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ অফিসে প্রেসব্রিফিং কালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নের্তৃত্বে গতকাল সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রীজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারী নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.