সুন্দরবনের মান্দারবাড়িয়া খালে মাছ ধরায় ৮ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের মান্দারবাড়িয়া খালে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জেলেদের ব্যবহৃত দু’টি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ মে) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৩ মে) ওই খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ আলী, একই এলাকার আক্কেল আলীর ছেলে শফিকুল ইসলাম, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আল আমিন, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, রশিদ গাজীর ছেলে নুরুজ্জামান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ফজর আলী।
এ কে এম ইকবাল হোসেন জানান, মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত জেলেদের বন আইনে মামলা দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.