সুন্দরবনের কটকা থেকে ৪০ কেজি হরিণের মাংসসহ আটক-১

বাগেরহাট প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের কটকা এলাকা থেকে এক শিকারিকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ৪০ কেজি হরিণের মাংস, চারটি মাথা, চারটি চামড়া, চার জোড়া শিং, ১৬টি পা, ১৯টি ফাঁদ ও দুটি নৌকা জব্দ করা হয়।
আটক ওই ব্যক্তির নাম মিজান হাওলাদার (৪৫)। তাঁকে আটক করে আজ শুক্রবার (২৭ মে) ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বিটিসি নিউজকে জানান, শরণখোলা রেঞ্জের কটকা ক্যাম্পের বনপ্রহরীরা গতকাল বৃহস্পতিবার দুপুরে বনের বদরুদ্দিন খালে নিয়মিত টহল দিচ্ছিল। সেখানে দুটি নৌকা দেখে তাদের সন্দেহ হলে কাছে গিয়ে তাতে তল্লাশি চালায়।
এ সময় বনপ্রহরীরা ওই দুটি নৌকা থেকে ৪০ কেজি হরিণের মাংস, চারটি মাথা, চারটি চামড়া, চার জোড়া শিং, ১৬টি পা, ১৯টি ফাঁদ জব্দ করেন। তখন ওই দুটি নৌকাও জব্দ, এবং শিকারি মিজান হাওলাদারকে আটক করেন। এ সময় নৌকায় থাকা বাকিরা পালিয়ে যান।
আটক মিজানের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলার পানিরঘাট এলাকায়।
এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার (২৭ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.