সুন্দরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আক্কাছ আলী (২২) নামের এক ব্যক্তি নিহত  ও সঙ্গে থাকা রাজু মিয়া (২০) নামে অপর একজন আহত হয়েছেন। আজ সোমবার ১৭ জুন দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম সুবর্ণদহ নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহত আক্কাছ আলী শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান গ্রামের ওমর আলীর ছেলে এবং আহত রাজু মিয়া দহবন্দ ইউনিয়নের ঝিনিয়িা গ্রামের রফিক মিয়ার ছেলে।
জানা যায়, ঘটনার সময় গাইবান্ধা শহর থেকে ছুটে আসা রংপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আক্কাছ আলী মারা যান। এসময় সঙ্গে থাকা রাজু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে রাজুর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানন্তর করা হয়। ট্রাকসহ চালক হাশেম আলী থানায় রয়েছে। চালক হাশেম আলী নিলফামারী জেলার ডিমলা গ্রামের আকবর আলীর ছেলে বলে জানাযায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.