উচ্ছেদ করা হবে সিলেট-ঢাকা মহাসড়কের সব অবৈধ স্থাপনা

হবিগঞ্জ প্রতিনিধি:  সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠলেও সেদিকে নজর ছিল না সংশ্লিষ্টদের।তবে অবশেষে টনক নড়েছে সওজের। সিলেট-ঢাকা মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নজরুল ইসলাম।

শুধু সিলেট-ঢাকা মহাসড়কই নয়, সিলেটে যেসব স্থানে সওজের জায়গা বেদখল হয়ে আছে, সেগুলোর তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন সচিব নজরুল।তালিকা তৈরির পর শুরু হবে উচ্ছেদ অভিযান।

এ বিষয়ে বিটিসি নিউজকে বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নজরুল ইসলাম, ‘সকল দখলদারদের তালিকা তৈরি করা হবে। কারো দখলে সওজের এক ইঞ্চি জায়গাও থাকবে না। দখলদারদের উচ্ছেদ করে সওজের জায়গা উদ্ধার করা হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.