সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি, পানি বৃদ্ধি পাচ্ছে

সুনামগঞ্জ প্রতিনিধি:  টানা সাতদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।

গতকালের শনিবারের চেয়ে আজ রবিবার সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার কমলেও হাওর এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছয়টি উপজেলার বেশির ভাগ সড়ক পানিতে ডুবে গেছে।
নিচু এলাকার ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। ২৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, ছয়টি উপজেলার ১২ হাজার ৮০০ ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
জেলা প্রশাসক আব্দুল আহাদ বিটিসি নিউজকে জানান, বন্যার্তদের প্রশাসনের পক্ষ থেকে তিন লাখ টাকা, ৩০০ মেট্রিকটন চাল ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। এছাড়া জেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সকল শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.