সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত-১০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অর্ধশত। সামরিক অভ্যুত্থানের পর সেনাশাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীরা রাজধানীর খার্তুম এবং বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এর আগে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজন রয়েছেন খার্তুমে, সাতজন বাহরিতে এবং একজন ওমদুরমানে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সুদানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে বেসামরিক-মিত্র সুদানিজ সেন্ট্রাল ডক্টরস কমিটি ফেসবুকে জানিয়েছে, খার্তুমে আজকের অভ্যুত্থান বিরোধী মিছিল চলাকালীন নিরাপত্তা বাহিনীর হাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.