মালদ্বীপ’র শীর্ষ শত ব্যবসায়ীর তালিকায় বাংলাদেশী মোত্তাকী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের শীর্ষ শত ব্যবসায়ীর তালিকায় স্থান পেয়েছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মো. আহাম্মেদ মোত্তাকী। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) মালদ্বীপের ক্রসরোড রিসোর্টে মালদ্বীপের শীর্ষস্থানীয় ১০০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে গোল্ড ১০০ গালা (GOLD 100 Gala) বিজনেস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তার হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আমীর, মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, মালদ্বীপের কর কমিশনার জেনারেল (মিরা) ফতুহুল্লা জামীল, চিপ অব স্টাফ ইউজেড আলী জহির, পিসিবি গোল্ড পার্টনার ভিডিওর মহাসচিব আহম্মেদ সিরাজ।
অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ শাবালী ইব্রাহিমের পবিত্র কুরআন তেলোয়াত শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন অরকা মিডিয়া গ্রুপের সিও আহমেদ নাসির।
প্রধান অতিথি মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তার বক্তব্য পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীদের প্রশংসা করে বলেন, আগামীতে আরও ভালো করবেন সেই প্রত্যাশা রাখি। পরে তিনি গোল্ড ১০০ গালা (GOLD 100 Gala) অ্যাওয়ার্ড প্রাপ্তিদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এওয়ার্ড তুলে দেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মিয়াঞ্জ (MIANZ) গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আহাম্মেদ মোত্তাকীর হাতে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.