সুজানগরে যাত্রীছাউনির ফ্লোর (মেঝে) ধসে দুই পথচারী গুরুতর আহত

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে যাত্রীছাউনির ফ্লোর (মেঝে) ধসে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুই পথচারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন: উপজেলার ক্রোড়দুলিয়া গ্রামের দিলবার হোসেনের ছেলে রাসেল হোসেন (২২) ও সাগরকান্দি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে ইসলাম সরদার (৪০)।
স্থানীয় বাসিন্দা আফসার আলী জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে  রাসেল ও ইসলাম পাবনা-সুজানগর প্রধান সড়কের ভায়না আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি যাত্রী ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আগে থেকে ফাটল ধরা যাত্রী ছাউনির ফ্লোর (মেঝে) ধসে পড়লে তারা ধসে পড়া ইট-সুরকির নিচে চাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে  প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করেন।
ভায়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন উদ্দিন যাত্রীছাউনির মেঝে ধসে দুই পথচারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে যাত্রী ছাউনিতে আশ্রয় নেওয়া দুই পথচারী আহত হওয়ার খবর শুনেছি। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.