সিসি ক্যামেরার আওতায় এলো নাগেশ্বরী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের সবকটি পয়েন্টকে সিসি ক্যামেরার আওতার আনার জন্য কলেজমোড়ে সিসি ক্যামেরায় ধারণের উদ্বোধন করা হয়েছে।
নাগেশ্বরী বণিক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে কলেজ মোড়কে সিসি ক্যামেরার আওতায় আনার মাধ্যমে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।
বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলালের সভাপতিত্বে এ সময় উদ্বোধনী সভায় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারি পুলিশ সুপার লুৎফর রহমান, অফিসার ইনচার্জ রওশন কবির, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বণিক সমিতির সাধারণ সম্পাদক অনিছুর রহমান জিন্নু, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন ধলু সওদাগর, আওয়ামী লীগ নেতা রওশন আলম প্রমূখ। পরে ফিতা কেটে ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান জানান, পুরো উপজেলার বড় সকল হাট-বাজার সিসি ক্যামেরার আওতায় আনার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.