সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনে যাত্রীসেবার দায়িত্বরত মুন্না বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ট ও ঠ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। আমরা নিজেরাই “চেইন” টেনে ট্রেন থামিয়ে দিই। সবাই মিলে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্ক’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

গাড়ি থামানো না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.